ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরাইলি হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে খসড়া প্রস্তাব উত্থাপন করেছে আলজেরিয়া, তাকে ‘ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।


হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি। ফাইল ছবি


বুধবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।


 

জাতিংসঘ নিরাপত্তা পরিষদ সদস্যদের কাছে রাফায় ইসরাইলি হামলার সমাপ্তি এবং একটি ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতির’ আহবান জানিয়ে খসড়া প্রস্তাবটি পেশ করেছে আলজেরিয়া। আন্তর্জাতিক বিচার আদালত (আইজেসি) গত সপ্তাহে ‘দখলদার ইসরাইলকে অবিলম্বে রাফায় যুদ্ধ বন্ধ এবং অন্য যেকোনো পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দেয়।’ এ রায়ের প্রেক্ষাপটে খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়েছে।

 

প্রস্তাবটি নিয়ে হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি স্পষ্ট করে বলেছেন,

Leave a Comment