রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার আন্তনিও রুডিগার । ইনস্টাগ্রাম


রিয়াল মাদ্রিদ কি চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে ভাগ্যবান দল?


রেফারি আর প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের ভুলের কারণে রিয়ালকে বিভিন্ন সময়ে ম্যাচে সুবিধা পেতে দেখা গেছে। যে কারণে স্প্যানিশ ক্লাবটির চ্যাম্পিয়নস লিগ সাফল্যের পেছনে কেউ কেউ ভাগ্যের ছোঁয়াও দেখেন। তবে অ্যান্টনিও রুডিগারকে কথাটা বলে দেখুন। যুক্তি দিয়েই রিয়ালের শিরোপা-ভাগ্যের দাবি উড়িয়ে দেবেন।


৩১ বছর বয়সী এই ডিফেন্ডারের মতে, একটি দল বারবার ভাগ্যের ছোঁয়ায় জিততে পারে না। ১৪ বার জেতার অর্থ ভাগ্য নয়, সামর্থ্যের জোর। শনিবার লন্ডনের ওয়েম্বলিতে ১৫তম ইউরোপিয়ান ট্রফির জন্য খেলবে রুডিগারের রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ যেখানে বরুসিয়া ডর্টমুন্ড।


রুডিগার ২০১১-১২ থেকে শীর্ষ পর্যায়ে খেললেও প্রথমবার লিগ জিতেছেন এ বছর এসে। রিয়ালের আগে জার্মানির স্টুটগার্ট, ইতালির রোমা এবং ইংল্যান্ডের চেলসির হয়ে খেলেছিলেন তিনি। ২০২১ সালে চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা রুডিগার পরের বছর যোগ দেন রিয়ালে। ‘এল মুন্দো’কে দেওয়া সাক্ষাৎকারে রিয়ালের মতো সফল দলের অংশ হওয়া এবং সামনের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে কথা বলেন তিনি। সেখানে বলেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে ফাইনাল খেলছি, এই মুহূর্তটারই স্বপ্ন দেখতাম আমি। রিয়াল অনেকবারই চ্যাম্পিয়নস লিগ জিতেছে। কিন্তু এরপরও ব্যাপারটা বিশেষ কিছু। এখানে এটা আমার প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, সময়টা বেশ উপভোগ করছি।’

Leave a Comment